২৭০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করলো পুলিশ আসাম আগরতলা সড়কে

31st July 2020 8:07 pm অনান‍্য
২৭০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করলো পুলিশ আসাম আগরতলা সড়কে


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  গোপন সংবাদের ভিওিতে পানিসাগর থানার পুলিশ আজ দুপুর দুই ঘটিকায় আসাম আগরতলা আট নং জাতীয় সড়কের নাকা পয়েন্ট থেকে জে,কে,০২ এ,আর,৫২১১ নম্বরের ১২ চাকার লড়িতে  তল্লাশি চালিয়ে  মোট ২৭ বান্ডিল গাঁজা উদ্ধার করে।এতে মোট ২৭০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে।যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ্য টাকা হবে বলেঅনুমান করা হচ্ছে।সাথে আটক করা হয় গাড়ি চালক কৃষান লাল (৩৪), পিতা- সন্ধেকু লাল, বাড়ি- জম্মু জেলার, সিকুবার গ্রামে। জিজ্ঞাসাবাদে চালক জানায় যে,অবৈধ গাঁজা গুলি আগরতলা বাইপাশ থেকে উওর প্রদেশের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনার খবর পাওয়া মাএ পানিসাগর থানাতে ছুটে আসে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, ও,সি,সৌগত চাকমা সহ এস,আই,গুরুপদ দেব নাথ।নেশা মুক্ত এিপুরা ঘটনের লক্ষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সপ্নকে বাস্তব রুপ দিতে গোটা আরক্ষা প্রশাসন কে দেওয়া হয়েছে অবাদ স্বাধীনতা। তাই সমগ্র রাজ্যে উওর জেলার পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে।বর্তমানে উওর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উওর জেলার দায়িত্ব দেওয়ার পর থেকে একের পর এক মাদক কারবারি দের জালে তোলতে সক্ষম হলেও বর্তমানে হাতে গোনা কয়েকজন অবৈধ কারবারি পলাতক হয়ে রয়েছেন। তাদেরকেও অতি শিগ্রই আটক করতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন গোটা উওর জেলার পুলিশ। লকডাউন চলাকালীন সময়ে উওর জেলার পুলিশের সাফল্যে গোটা জেলা জুরে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।এছাড়াও বিগত লকডাউন চলাকালীন সময়ে জেলার পাহাড়ি অধ্যুষিত এলাকায় জনজাতি অংশের জনগন থেকে শুরু করে সকল অংশের জনগনের সার্বিক সহযোগিতার হাত  বাড়িয়ে দিয়েছেন আরক্ষা প্রশাসন।এছাড়াও বর্তমান কোভিড ১৯ মোকাবিলায় গোটা জেলায় মহকুমা প্রশাসনের পাশাপাশি আরক্ষাপ্রশাসনের ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হয়। কোভিড ১৯ এর প্রকোপের মধ্যেও  আরক্ষা প্রশাসনের এই ধরনের সাফল্যে গোটা জেলায় তথা পানিসাগর মহকুমা জুরে শুভবুদ্ধি সম্পন্ন জনগনের মধ্যে স্বস্তির বাতাবরন পরিলক্ষিত হয়। আঠককৃত চালককে আগামী কাল  ধর্মনগর স্থিত  দায়রা আদালতে সোপর্দ করা হবে এবং তদন্তের সার্থে রিমান্ডের আবেদন করা হবে।ধারণা করা হচ্ছে তদন্তে আরও বিশদ তথ্য বেরিয়ে আসবে। এই মর্মে পানিসাগর থানায় এন,ডি,পি,এস,এক্টে মামলা নিয়ে তদন্ত কার্য জারি রাখা হবে।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।